বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নিকুছড়ি সীমান্তের জিরোপয়েন্টে স্হলমাইন বিষ্ফোরণে ১ বাংলাদেশী আহত হযেছে। আহত ব্যক্তির নাম নুরুন্নবী (৪৮)।
শনিবার (১ লা মার্চ) বিকাল:৫ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধীনস্থ নিকুছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার- ৪২ এর দক্ষিণে মিয়ানমারে অভ্যন্তরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল সীমান্তবর্তী জিরোলািনের জঙ্গলে আরকান আর্মী কর্তৃক স্থাপনকৃত স্হল মাইন বিষ্ফোরণে এ ঘটনা ঘটে।
মাইনে আহত ব্যক্তি হলেন,মোঃ নুরুন্নবী (৪৮) সে সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ লম্বাবিলের মৃতঃ শফিকুর রহমানের পুত্র।
স্থানীয় সূত্র জানান, আহত নুরুন্নবী এলাকার আনসার ভিডিপির সদস্য। তার
বাম পায়ের হাঁটুর নিচের অংশ মাইনে ক্ষতবিক্ষত হয়ে যায়। আর বাম হাতের ও একই অবস্থা হয়।
তবে কি কারণে সে যান এ সংবাদ লিখা কাল অবধি জানা যায় নি। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসরুরুল হক। সংবাদ প্রেরক, জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি, মোবাইল নং ০১৭৭০৫২৯৩২২