তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এ শ্লোগানকে প্রতিপাদ্য কর সারা দেশের মতো পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায়ও সপ্তম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১১টায় র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার ০২ লা মার্চ সকালে উপজেলা পরিষদ হলরুমে নির্বাচন অফিসার মো. বেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে প্রকৌশলী আবু হানিফ, উপজেলা বিএনপি সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, জামাতের সাধারণ সম্পাদক মো. শোয়াইব এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ ও প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সহ প্রমূখ। আলোচনায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশে একটু সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্টানের লক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। উক্ত নির্বাচনে জনগণ স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে মিলেমিশে নির্বাচনে ভোটাধিকার প্রদান করবেন। তাই এবারের প্রতিপাদ্য বিষয় “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে। বক্তারা জাতীয় ভোটার দিবসের মাধ্যমে আরো নতুনভাবে উজ্জীবিত হয়ে নির্বাচনে ভোটারদের ভোট প্রদানের আহ্বান জানান এবং যারা এখনো ভোটার হয়নি তাদের দ্রুত ভোটার তালিকায় নিবন্ধিত হওয়ার আহ্বান জানাই।