টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা নামক এলাকায় পাওনা টাকা নিয়ে দুই ব্যক্তির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনায় দিদারের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া রাস্তার মাথা মনির ঘোনা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
ঘটনায় নিহত দিলদারুল আহমদ (প্রকাশ মুন্সি দিলদার) (৫০)। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ১ নং ওয়ার্ডের উলুবনিয়া রাস্তার মাথা এলাকার বাসিন্দা মরহুম আব্দুস সোবহান এর ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, উলুবনিয়া রাস্তার মাথা বাজার এলাকার মুরগী ব্যবসায়ী ও উলুবনিয়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আবুল হাসেমের সাথে তার পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আবুল হাসেম দিলদারুল আহমদকে অন্ডকোষে লাথি মারে।
ঘটনাস্থল থেকে দিলদারুল আহমদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পালংখালী তাজমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় আবুল হাসেম নিহত দিলদারুল আহমদের কাছ থেকে মুরগী বিক্রয়ের বকেয়া বাবদ ২৫০ টাকা চাওয়াকে কেন্দ্র মারামারির সুত্র পাত হয়।
নিহতের স্ত্রী সেলিনা আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামীকে রাস্তার মাথা নামক বাজারে আবুল হাসেম লাথি ঘুষি মেরে হত্যা করেছে। আমি এর তদন্তপূর্বক সুস্থ বিচার চাই।