মো জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি :
গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ১৩ মে (মঙ্গলবার) সন্ধ্যায় প্রকাশিত হবে।
এই তথ্য নিশ্চিত করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি জানান, প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ফলাফল প্রস্তুতের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।
অধ্যাপক আজীম আখন্দ বলেন,
> “আজ (সোমবার) ফলাফল প্রকাশ সম্ভব নয়। আমরা আশা করছি, আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৩টার পর উপাচার্যদের সঙ্গে মিটিং শেষে ফলাফল ঘোষণা করা যাবে।”
তিনি আরও জানান, পরীক্ষা শেষে উত্তরপত্র সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে কিছুটা সময় লেগেছে। শনিবার সকাল পর্যন্ত উত্তরপত্র হাতে পাওয়ার পর থেকেই ফলাফল প্রস্তুতের কাজ দ্রুতগতিতে চলছে।
গত ৯ মে (শুক্রবার) দেশের ২১টি কেন্দ্রে একযোগে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এই ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে নেওয়া হয়।
এর আগে, ‘সি’ ইউনিটের পরীক্ষা ২৫ এপ্রিল এবং ফলাফল ২৮ এপ্রিল প্রকাশিত হয়। ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ মে এবং ফলাফল ৫ মে প্রকাশিত হয়।
ফলাফল প্রকাশের পর খুব শিগগিরই গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি আবেদন কার্যক্রম শুরু হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট ও অফিসিয়াল ভর্তি পোর্টালে পাওয়া যাবে।
এই ফলাফল ও পরবর্তী ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে অগ্রসর হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে রয়েছে তীব্র আগ্রহ ও প্রত্যাশা।