ধর্মীয় শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে মেধা ও মননের বিকাশ ঘটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মনোহরদী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের লালে বাড়ি সংলগ্ন মনোহরদী মডেল হিফজুল কোরআন মাদরাসা। সম্প্রতি প্রতিষ্ঠানটি আয়োজন করে ‘নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫’—যেখানে অংশ নেয় স্থানীয় ছোট ও বড় বিভিন্ন বয়সভিত্তিক দল।
খেলাগুলো রাতব্যাপী চলে উৎসবমুখর পরিবেশে। প্রতিযোগিতায় সেরা দলগুলো বিজয়ী হয় এবং শেষপর্যায়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মাহমুদ আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল মুহাম্মাদ আনোয়ার শাহ্। বিশেষ অতিথি ছিলেন আল মাহমুদের ভাইস প্রিন্সিপাল মুহাম্মাদ মশিউর রহমানসহ উক্ত মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন ইক্বরা ইসলামি ক্যাডেট মাদরাসার মুহতামিম হাফেজ ক্বারী তবিবুর রহমান এবং সল্লাবাইদ ফকির বাড়ি ইসলামিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মুহাম্মদ আল আমিন।
ফুটবল ম্যাচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনোহরদী মডেল হিফজুল কোরআন মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা রাসেল আরমান এবং সহকারী শিক্ষক হাফেজ জাহাঙ্গীর আলম সাকিব, হাফেজ নাসিম হাসান ও সজিব হাসান।
অনুষ্ঠানের সফল ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী রাসেদুল হাসান তানিম।
এ আয়োজনকে ঘিরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় নতুন উদ্দীপনা। ধর্মীয় শিক্ষা ও খেলাধুলার সমন্বিত এই প্রয়াসে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো বলে মনে করছেন অভিভাবক ও স্থানীয় সুধীজনেরা।