গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, নিরীক্ষার আবেদন শুরু
২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তিনটি ইউনিট—‘এ’, ‘বি’ ও ‘সি’—এর ফলাফল প্রকাশিত হয়েছে। সর্বশেষ ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয় ১৩ মে বিকেল ৩:৪৫ মিনিটে।
ফলাফল gstadmission.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে এবং ভর্তি সংক্রান্ত নির্দেশনা জানতে পারবেন।
ফলাফল নিয়ে কেউ অসন্তুষ্ট হলে ১৬ মে ২০২৫ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ২০০০ টাকা ফি দিয়ে নিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনাও একই ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, ‘সি’ ইউনিটের ফল ২৮ এপ্রিল, ‘বি’ ইউনিটের ৫ মে এবং ‘এ’ ইউনিটের ফল ১৩ মে প্রকাশিত হয়। ভর্তি পরীক্ষাগুলো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে গুচ্ছ ভর্তি কমিটি।
পরবর্তী ধাপে বিষয় পছন্দ ও চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
মাভাবিপ্রবি প্রতিনিধি: মো. জিসান রহমান