রবিবার, ১৫ জুন ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:

বিতর্কে দেশসেরা দলগুলো একমঞ্চে, আয়োজক মাভাবিপ্রবি

মো: জিসান রহমান,মাভাবিপ্রবি প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১০৭ Time View

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আগামী ২৩ ও ২৪ মে ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে “মাভাবিপ্রবি ৪র্থ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব ২০২৫”। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল এই উৎসবে অংশগ্রহণ করছে।

দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে এশিয়ান পার্লামেন্টারি (এপি) ফরম্যাটে। প্রতিযোগিতায় প্রায় ২৫০ জন বিতার্কিক, বিচারক ও আমন্ত্রিত অতিথির অংশগ্রহণে সৃষ্টি হবে এক বুদ্ধিবৃত্তিক পরিবেশ। তীব্র যুক্তি, বিশ্লেষণ ও বাগ্মীতার সম্মিলনে এটি দেশের বিতর্ক অঙ্গনের একটি স্মরণীয় আয়োজন হয়ে উঠবে বলে আশা আয়োজকদের।

উৎসবটি ঘিরে গত ১৯ মে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃবৃন্দ।

বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। এছাড়া দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, গণমাধ্যম ব্যক্তিত্বসহ অনেক জাতীয় পর্যায়ের অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

২৩ মে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা এবং ২৪ মে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিতর্ক প্রতিযোগিতার সকল পর্ব বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের ৪র্থ, ১০ম, ১১তম ও ১২তম তলায় অনুষ্ঠিত হবে।

বিতর্ক উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে—
প্রধান পৃষ্ঠপোষক: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ওয়াটার পার্টনার: প্রাণ গ্রুপ
বেভারেজ পার্টনার: সজীব গ্রুপ
লজিস্টিক পার্টনার: নাসীর গ্রুপ
সুইটস পার্টনার: জয়কালী
অফিসিয়াল পার্টনার: নব আলো, জব মেডিসিন, ইসলাম কম্পিউটার
মিডিয়া পার্টনার: চ্যানেল টুয়েন্টিফোর ও ডিবিসি নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin