নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ফাজিল মাদ্রাসায় অভিভাবক সদস্য (গভর্নিং বডি) নির্বাচন ২১ মে ২০২৫ইং তারিখে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৪২৯ জন।
নির্বাচনের ফলাফল:
আলিম স্তর: মো.ওহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী।
ইফতেদায়ী ও দাখিল স্তর:
মামুনার রশিদ (আনারস প্রতীক) – ১৩০ ভোট (বিজয়ী)
মো. আব্দুল ওহহাব (ফুটবল প্রতীক) – ৮২ ভোট
মো. শফিকুল ইসলাম (মোরগ প্রতীক) – ২ ভোট
ফাজিল স্তর:
মো. হাফিজুল ইসলাম (চেয়ার প্রতীক) – ১৩৯ ভোট (বিজয়ী)
মো. মামুনার রশিদ (ছাতা প্রতীক) – ১০০ ভোট
নির্বাচনে কোন বিশৃঙ্খলা না থাকায় ভোটাররা সন্তুষ্টি প্রকাশ করেছেন। ফলাফল ঘোষণার পর এলাকাবাসী নতুন নির্বাচিত সদস্যদের কাছে প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা এবং গরিব শিক্ষার্থীদের জন্য পরীক্ষা ও সেশন ফিতে ছাড়ের দাবি জানিয়েছেন।