রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পথচারীদের চলাচলের সুবিধার্থে দখলমুক্ত করা হচ্ছে ফুটপাত। আজ দুপুর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে একটি বিশেষ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, যার আওতায় অবৈধ দোকানপাট, খুপরি ঘর এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী স্থাপনা সরিয়ে নেওয়া হচ্ছে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের বিভিন্ন মোড় ও মার্কেটসংলগ্ন ফুটপাত দখল করে চলছিল অবৈধ ব্যবসা। এতে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছিল। জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযান চলাকালে সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, “ফুটপাত সাধারণ মানুষের জন্য। কেউ এটিকে ব্যক্তিগত ব্যবসার জন্য ব্যবহার করতে পারে না। আজকের অভিযান একটি সতর্কবার্তা— ভবিষ্যতে পুনরায় দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় মোহাম্মদপুর থানা পুলিশ, ট্রাফিক বিভাগ এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা অভিযানে সহায়তা করেন। অভিযান চলাকালে বেশ কয়েকটি দোকান উচ্ছেদ করা হয় এবং জব্দ করা হয় বিভিন্ন মালামাল।
পথচারীরা ডিএনসিসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “দীর্ঘদিন পর ফুটপাতে হাঁটার সুযোগ পাচ্ছি। এ রকম অভিযান নিয়মিত হলে নগরের পরিবেশ আরও উন্নত হবে।”
ডিএনসিসি সূত্রে আরও জানা গেছে, এ ধরনের অভিযান অন্যান্য এলাকাতেও সম্প্রসারণ করা হবে, যাতে রাজধানীর জনসাধারণ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।