রবিবার, ১৫ জুন ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:

ইংরেজি দক্ষতা অর্জন না হওয়া পর্যন্ত চালু থাকবে আইইএলটিএস কোর্স: বেরোবি উপাচার্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৪৮ Time View

শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তুলতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শুরু হয়েছে আইইএলটিএস প্রস্তুতি কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী জানিয়েছেন, যতদিন না প্রতিটি শিক্ষার্থী ইংরেজিতে পর্যাপ্ত দক্ষতা অর্জন করছে, ততদিন এই কর্মসূচি চালু থাকবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকেও সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২২ মে) একাডেমিক ভবন-৩ এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের গ্যালারি কক্ষে “ইন্ট্রোডাকটরি কোর্স অন আইইএলটিএস” শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্যোগটি নেয় বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিস ও আইইএলটিএস প্রস্তুতিমূলক প্রতিষ্ঠান কিক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “শুধু বাংলা নয়, পেশাগত ও উচ্চশিক্ষায় অগ্রসর হতে ইংরেজি ভাষায় পারদর্শিতা এখন সময়ের দাবি। আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণায় অংশ নিতে হলে আইইএলটিএস স্কোর প্রয়োজন। সে জন্য শিক্ষার্থীদের সুবিধার্থে এই কর্মসূচি শুরু করা হয়েছে।”

তিনি আরও জানান, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) পর এবার বেরোবিতেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্পিকিং ও লিসেনিং স্কিল বাড়াতে নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্ব দেন তিনি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে প্রখ্যাত শিক্ষাবিদ ড. আবু সাঈদের স্বপ্নের প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে উপাচার্য বলেন, “এই বিশ্ববিদ্যালয় তার আদর্শ বহন করে চলেছে। আমরা নিশ্চিত করতে চাই, কোনো শিক্ষার্থী যেন ভাষাগত দুর্বলতার কারণে পিছিয়ে না পড়ে।”

এ সময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক বলেন, “শিক্ষার্থীরাই আমাদের প্রধান শক্তি। তাদের আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।”

অনুষ্ঠান শেষে কিকের মেন্টর মাহমুদ রেজা শিক্ষার্থীদের নিয়ে একটি প্রাথমিক সেশন পরিচালনা করেন, যেখানে প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin