জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জামায়াতে ইসলামী নেতাকর্মীদের অংশগ্রহণে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। (২৩ মে) শুক্রবার সকাল ১০টায় স্থানীয় দলীয় কার্যালয়ে পৌর জামায়াতের উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।
পাঁচবিবি পৌর জামায়াতের আমির আবুল বাশারের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, উপজেলা আমির ডা. সুজাউল করিম, উপজেলা সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, নায়েবে আমির আজিজুল হক ঠান্ডা এবং পৌর সেক্রেটারি গোলাম কিবরিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা সমাজে প্রতিষ্ঠার জন্য আদর্শিক দৃঢ়তা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। তারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দক্ষতা বৃদ্ধি ও সংগঠনকে আরও সুসংগঠিত করতে নিয়মিত এ ধরনের বৈঠকের গুরুত্ব তুলে ধরেন।