বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম রামপুর ভালুঞ্জায় বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় সরেজমিন পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জিয়াউর রহমান। তিনি রামপুর ভালুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার মান ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনের সময় বিদ্যালয়ের ৫ম শ্রেণির ইংরেজি ক্লাসে শিক্ষার্থীদের সাবলীল ও শুদ্ধ রিডিং শুনে তিনি এবং সঙ্গে থাকা অন্যান্যরা অভিভূত হন। শিক্ষার্থীদের এই দক্ষতা দেখে উপস্থিত সকলেই প্রশংসা করেন। বিদ্যালয়ে পাঠদান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রাক্তন ছাত্রী, যিনি ২০২৪ সাল থেকে এখানে কর্মরত রয়েছেন। তার নিষ্ঠা ও আন্তরিকতায় বিদ্যালয়ের শিক্ষার মান দ্রুত উন্নত হচ্ছে।
৩য় শ্রেণির ক্লাসে গিয়েও দেখা যায় শিক্ষার্থীরা ইংরেজি পাঠে দক্ষ। প্রতিটি ক্লাসে ছিলো মনোযোগ, উপস্থিতি ও শেখার আগ্রহ।
সরকারি উদ্যোগে বিদ্যালয় সংলগ্ন রাস্তাটি পাকাকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের যাতায়াতে বাড়তি সহায়তা দেবে।
শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা বলছেন, এমন মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গ্রামাঞ্চলের শিশুদের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখবে।
এভাবেই প্রত্যন্ত গ্রামের শিশুরাও হয়ে উঠছে আলোকিত মানুষ। জাতি গঠনের এই অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখছে শিক্ষকেরা এবং সরকারি প্রশাসন।