“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বগুড়ার শিবগঞ্জ উপজেলাতেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।
রোববার (২৬ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ভূমি সেবা বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও জিয়াউর রহমান। এতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম সাবু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মাহফুজুর রহমান নয়ন, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
আয়োজক সূত্রে জানা যায়, ভূমি মেলা উপলক্ষে আগামী তিন দিন উপজেলার ভূমি অফিস থেকে বিশেষ সেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে অনলাইনে আবেদন গ্রহণ, নামজারি, খতিয়ান সংশোধনসহ নানা ডিজিটাল সেবা বিষয়ক তথ্য প্রদান এবং সচেতনতা কার্যক্রম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “ভূমি সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনো ব্যাপক অজ্ঞতা রয়েছে। এ কারণে তারা বিভিন্ন দালালের কাছে গিয়ে হয়রানি ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন। এ সমস্যা দূর করতে ভূমি সেবার ব্যাপারে জনগণকে সচেতন করতেই এ মেলার আয়োজন।”তিনি আরও বলেন, “ভূমি অফিসে সেবা নিতে আসা অধিকাংশ মানুষ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে অবগত নন। তাই আমাদের দায়িত্ব শুধু সেবা দেওয়া নয়, বরং ভালো ব্যবহার ও তথ্য দিয়ে মানুষকে সচেতন করাও।”
বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ডিজিটাল ভূমি সেবা পল্লী অঞ্চলে পৌঁছানোর মাধ্যমে নাগরিকরা উপকৃত হবেন। সেবা গ্রহণে হয়রানি বন্ধ হবে এবং ভূমি সংক্রান্ত জটিলতা কমবে।
তিন দিনব্যাপী এই মেলা ভূমি সংক্রান্ত জ্ঞান ছড়িয়ে দিতে এবং ডিজিটাল ভূমি ব্যবস্থার সুফল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।