বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেংদহ গ্রামের মোড়ে অতিবৃষ্টির কারণে ভেঙে যাওয়া গুরুত্বপূর্ণ রাস্তা সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।
রবিবার (২৫ মে) দুপুরে পরিদর্শনের সময় তিনি স্থানীয় জনদুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তা মেরামতের নির্দেশ দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরকে তৎপর হতে বলেন।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, রাস্তাটি বহুদিন ধরেই জনচলাচলের জন্য গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। বিষয়টি জানার পরপরই উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
ইউএনও জিয়াউর রহমান বলেন, “জনগণের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার করা হবে।”
স্থানীয়দের সাথে মতবিনিময় শেষে রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের আশ্বাস দেন তিনি।