পার্বত্য জেলা বান্দরবানের লামায় উপজেলার
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলায় ভূমি সেবা বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও ভূমি উন্নয়ন কর আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করতে ভূমি উন্নয়ন মেলা ও সচেতনামূলক সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) উপজেলা পরিষদ হলরুমে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন সকল মৌজার হেডম্যান, পাড়া কারবারি, স্থানীয় সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজলভ্য করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে। ডিজিটাল পদ্ধতির সম্প্রসারণ ও স্বচ্ছতা নিশ্চিত করে ভূমি সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ ও জমি সংক্রান্ত বিরোধ এড়াতে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া, ভূমি সেবা প্রাপ্তিতে হয়রানি রোধে যুগান্তকারী পদক্ষেপের কথা ও বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন গনশুনানী গ্রহণ করে বলেন, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা ভূমি মালিকানার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। নাগরিকরা যাতে সহজে ও দ্রুত সেবা পেতে পারেন, সেজন্য সকল স্তরে প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকবে। এই মেলায় ভূমি সংক্রান্ত তথ্য প্রদান, দলিল নবায়ন, কর পরিশোধের পদ্ধতি ও ভূমি জরিপ বিষয়ক স্টল স্থাপন করা হয়। অংশ গ্রহণকারীদের ভূমি সেবা প্রক্রিয়া সম্পর্কে সরাসরি পরামর্শ গ্রহণ করে। এ আয়োজনে মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে ভূমি সেবা বিষয়ে আস্থা ও সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি।