মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত Accounting Football Championship 2024-এ চ্যাম্পিয়ন হয়েছে চতুর্থ বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের দল ‘দুর্বিনেয়’। আজ ২৭ মে, মঙ্গলবার বিকাল ৪:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হল মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল ম্যাচে তারা ৩-১ গোলে পরাজিত করে তৃতীয় বর্ষ, প্রথম সেমিস্টারের দল ‘অদম্য’-কে।
ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আব্দুল হালিম এবং প্রভাষক ড. মোঃ আব্দুল কুদ্দুস। তারা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং শিক্ষা ও খেলাধুলার সমন্বয়ে ভবিষ্যতের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ফাইনালে দুর্বিনেয় দলের হয়ে একটি করে গোল করেন ইমু ও নাহিদ নিয়াজ। অপর একটি গোল আসে অদম্য দলের খেলোয়াড় রিজভির আত্মঘাতী গোলে। অদম্যের হয়ে একমাত্র গোলটি করেন সাকিব।
পুরস্কারপ্রাপ্তরা:
চ্যাম্পিয়ন: চতুর্থ বর্ষ, দ্বিতীয় সেমিস্টার (দুর্বিনেয়)
রানার্সআপ: তৃতীয় বর্ষ, প্রথম সেমিস্টার (অদম্য)
ম্যান অব দ্য ফাইনাল: নাহিদ নিয়াজ (দুর্বিনেয়)
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: শরিফুল ইসলাম (অদম্য)
সেরা গোলকিপার: আল-আমিন পারভেজ (দুর্বিনেয়)
সেরা ডিফেন্ডার: রাকিবুল ইসলাম (দুর্বিনেয়)
সেরা প্লে মেকার: অনুপম (দুর্বিনেয়)
সেরা ট্যাকলার: মেজবা বিন মোস্তফা (দুর্বিনেয়)
এই চ্যাম্পিয়নশিপের ইভেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ মাহফুজুর রহমান।
আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টটি শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্বগুণ ও দলগত সংহতির চর্চা বৃদ্ধিতে অনন্য ভূমিকা রেখেছে।
আয়োজক হিসেবে ছিলো ৪.১ অপরাজেয়।