পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৪ দিনের ছুটিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)। বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে ১ জুন (রবিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত। অফিস ছুটি শুরু হবে ৩ জুন (মঙ্গলবার) এবং শেষ হবে ১২ জুন (বৃহস্পতিবার)। ১৩ জুন থেকে প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মোঃ এহতেরামুল হক বুধবার (২৮ মে) এ তথ্য নিশ্চিত করেন।
ছুটির সময় আবাসিক হল খোলা থাকবে কি না—এ বিষয়ে জানতে চাইলে বিজয় ২৪ হলের প্রভোস্ট মোঃ আমির শরীফ বলেন, “ছুটিতে অনেক শিক্ষার্থী হলে অবস্থান করেন, বিশেষ করে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে হল বন্ধের কোনো নির্দেশনা না থাকায় এবারের ঈদুল আজহায় আবাসিক হল খোলা থাকবে।”
তিনি আরও জানান, “ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও যারা হলে থাকবেন, তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে। তবে সে ক্ষেত্রে শিক্ষার্থীদের আগেই নাম এন্ট্রি করতে হবে।”
উল্লেখ্য, এবারের ছুটি শিক্ষার্থীদের পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ করে দিচ্ছে, পাশাপাশি হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ ব্যবস্থা ও আন্তরিক আয়োজন।