ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নিজ কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪’তম শাহাদত বার্ষিকী পালন করেন
আজ ( ৩০ মে) শুক্রবার বিকালে রাজাপুর নৈকাঠী বাজারে সেলিম রেজার নিজস্ব কার্যালয় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র সুযোগ্য সভাপতি এবং ঝালকাঠি-১ বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জনাব হাবিবুর রহমান সেলিম রেজা, বিষেশ অতিথির বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন,
রাজাপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মতিউর রহমান টুকু মৃধা,
ঝালকাঠি জেলা যুগ্ন আহবায়ক যুবদল মিজানুর রহমান রুবেল, সভাপতি যুবদল মঠবাড়িয়া ইউনিয়নের আবুল কালাম হায়দার শিকদার, গালুয়া ইউনিয়নের কৃষক দলের সভাপতি কাজী হেমায়েত, নৈকাঠী ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দিলীপ মেম্বার, এবং বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরিশেষে দোয়া পরিচালনা করেন নৈকাঠী জামে মসজিদের পেশ ইমাম মনিরুজ্জামান দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।