অদ্য ১জুন ২০২৫ খ্রিস্টাব্দ ,রবিবার বিকাল ৫:০০ টায় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় মনোহরদী জামায়াত বাসস্টান্ড জামে মসজিদে শুকরিয়া নামাজ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি নরসিংদী জেলার সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম
মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, ক্ষমতা কুক্ষিগত করে দমন-পীড়নকারী হাসিনা সরকারকে আমরা সফলভাবে হটিয়ে দিয়েছি। তাদের শিকর অনেক গভীরে ছিল তারা দেশ ছেড়ে পালিয়েছে, আপনারা কারা? ,আমাদের ভয় দেখিয়ে লাভ হবেনা, তারা পারেনী ,আপনারা ও পারবেন না।
তিনি আরও বলেন‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০০৮ সালের ৪ নভেম্বর ইসির সকল প্রক্রিয়া মেনে যথারীতি নিবন্ধিত হয়। এমতাবস্থায় একটি বিশেষ মহল ২০০৯ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট মামলা দায়ের করে। হাইকোর্ট বিভাগ ২০১৩ সালের ১ আগস্ট এক বিভক্ত রায়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইকোর্ট বিভাগের উক্ত রায়ের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করে। মহামান্য আপিল বিভাগ আজ সর্বসম্মত রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক দায়েরকৃত আপিলটি মঞ্জুর করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেয়ার আদেশ প্রদান করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, মনোহরদী দক্ষিনের জামায়েতের আমির মাওলানা সানাউল্লাহ , সেক্রেটারী মোঃ তাইজুল ইসলাম শাহীন মনোহরদী পৌর আমির ও মেয়র প্রার্থী ,প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নুর, মনোহরদী পৌর সেক্রেটারী মোঃ তোফাজ্জল হোসেন প্রমূখ ।
এই রায় বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এটি আগামী নির্বাচনে জামায়াতের একটি সক্রিয় ভূমিকা রাখার দ্বার উন্মুক্ত করেছে। এটি সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা ঘটাতে পারে।