রবিবার, ১৫ জুন ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:

ফোকাস ট্যালেন্ট হান্ট২০২৪: সারা দেশে ১ম তা’মীরুল মিল্লাতের মুশফিক।

প্রতিবেদক :-সাব্বির হোসাইন
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৮৭ Time View

ফোকাস আয়োজিত ‘ট্যালেন্ট হান্ট২০২৪’ পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর শিক্ষার্থী মুশফিকুর রহমান। গত ২৭মে ফোকাসের অফিশিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। সারাদেশ থেকে হাজারো স্কুল-কলেজের শিক্ষার্থীদের পেছনে ফেলে এই গৌরবময় স্থান অর্জন করে মুশফিক, যা আবারও প্রমাণ করে যে মাদ্রাসা কোনো শিক্ষার্থীর মেধা বিকাশে প্রতিবন্ধকতা হতে পারে না।
দেশসেরা হওয়ায় মুশফিকুর রহমানকে ফোকাস কোচিং সেন্টারের পক্ষ থেকে একটি ল্যাপটপ পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে। ফোকাস কোচিং সেন্টারের নির্বাহী পরিচালক এই পুরস্কার মুশফিকের হাতে তুলে দেন।
উল্লেখ্য, এবারের ফোকাস ট্যালেন্ট হান্টে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী থেকে শুধু মুশফিকই নয়, মোট ৭ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। তাদের মধ্যে আলিম ২য় বর্ষ থেকে ২ জন এবং আলিম ১ম বর্ষ থেকে ৪ জন শিক্ষার্থী রয়েছে।
আলিম ১ম বর্ষের ট্যালেন্ট হান্ট বিজয়ী শিক্ষার্থীরা হলো:
* এস এম সাদ – ২য় স্থান (মানবিক শাখা)
* মো: মাহমুদুল হাসান – ৬ষ্ঠ স্থান (মানবিক শাখা)
* ওবায়দুল্লাহ – ৮ম স্থান (বিজ্ঞান শাখা)
* ফাহমিদা ইসলাম তাইফা – ১৩তম স্থান (বিজ্ঞান শাখা)
আলিম ২য় বর্ষের বিজয়ী শিক্ষার্থীরা হলো:
* মো: মুশফিকুর রহমান – ১ম স্থান (মানবিক শাখা)
* মো: তাজুল ইসলাম – ১০ম স্থান (মানবিক শাখা)
মুশফিকের এই অভাবনীয় সাফল্যে এবং অন্যান্য শিক্ষার্থীদের বিজয়ে তা’মীরুল মিল্লাত পরিবার উচ্ছ্বসিত। মাদরাসার অধ্যক্ষ হেফজুর রহমান মুশফিকের সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন, “মুশফিকের এই সাফল্যে আমরা আনন্দিত। দোয়া করি, আগামীতে সে যেন দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”
মুশফিকের সহপাঠী আব্দুল্লাহ তার সম্পর্কে বলেন, “মুশফিকুর রহমান একজন বিনয়ী ও মেধাবী ছাত্র। সে সবসময় প্রতিষ্ঠানের সকল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে।”
মুশফিকের অভিভাবক তার সন্তানের সাফল্যে আনন্দিত হয়ে বলেন, “তা’মীরুল মিল্লাত একটি দেশসেরা প্রতিষ্ঠান। মাদ্রাসার শিক্ষার্থীরা যে কোনো দিক থেকে পিছিয়ে নেই, তার প্রমাণ আবারও দিলো মিল্লাতের শিক্ষার্থীরা।”
শিক্ষকরা জানান, মুশফিকুর রহমান পড়াশোনায় বরাবরই ভালো। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষাগুলোতেও সে নিয়মিত ভালো ফলাফল করে আসছে। সকলের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে। এই বিজয় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার গুণগত মান এবং শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin