ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আউটসোর্সিং ভিত্তিক মশক নিয়ন্ত্রণ কর্মচারীরা আজ সোমবার চার দফা দাবিতে গুলশান-২ এর নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছেন।
গুলশান সেন্টার পয়েন্টে অবস্থিত নগর ভবনের (প্লট নং-২৩/২৬, রোড নং-৪৬, গুলশান-২, ঢাকা-১২১২) সামনের সড়কে দুপুর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে প্রায় শতাধিক মশক কর্মচারী অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন, ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের দাবি ও ক্ষোভ প্রকাশ করেন।
কর্মীদের চার দফা দাবি:
১.সরকারি নীতিমালা অনুযায়ী ব্যাংক এর মাধ্যমে নায্য বেতন নির্দিষ্ট সময়ে প্রদান। ন্যূনতম মাসিক বেতন ২০,০০০ টাকা নির্ধারণ ও সময়মতো প্রদান।
২.ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE), মাস্ক, গ্লাভস, বুট, ইউনিফর্ম ও নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
৩.কর্মক্ষেত্রে নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং নিয়মিত প্রশিক্ষণ প্রদান।
৪.সুষ্ঠু চিকিৎসা সুবিধা ও উৎসবসহ বিভিন্ন ভাতা নিশ্চিত করা।চাকরির নিশ্চয়তা নিয়োগ প্রক্রিয়ার মাধ্যম কি তা কর্মীদের মাধ্যমে প্রকাশ করা।