বাগেরহাট সদর উপজেলায়,আসন্ন ঈদ -উল- আযহা উপলক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার কর্তৃক ১০ কেজি ভি জি এফ চাল বিতরন করা হয়। সদর উপজেলায় বারুইপাড়াএবং যাত্রাপুর ইউনিয়নে গরীব এবং অসহায়দের মাঝাে চাল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা এবং বারুইপাড়া ইউনিয়নের বিন এন পি সভাপতি মো: মাসুূদ ও সাধারণ সম্পাদক এম মান্নান এবং জামায়াতের ইউনিয়ন আমির মাও: মো:মঈন উদ্দিন ও সেক্রেটারি মোঃ জাকির এছাড়া স্থানীয় ব্যাক্তিবর্গ।
আজকে আবহাওয়া মেঘলা থাকলেও অতিরিক্ত ঘরম উপেক্ষা করে চাল সংগ্রহ করেন। এছাড়াও বাগেরহাট সদর উপজেলার অন্য অন্য ইউনিয়নের সরকার কৃতক গরীব ও অসহায়ের জন্য বরাদ্দ চাল বিতরন করা হয়