মানবিকতার পরিচয় দিয়ে উপজেলায় মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেছেন মনোহরদী উপজেলায় কর্মরত সাদা মনের মানুষ নরসিংদীর ,মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
গতকাল (২জুন) রাতে হাতিরদিয়া বাজারে এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে অবহেলিত ও অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে অনেকেই এড়িয়ে গেলেও, ইউএনও নিজে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।
তিনি যুবকটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে হাসপাতালে ভর্তি করান এবং চিকিৎসার সব খরচ নিজে বহন করেন।
ইউএনও বলেন, “তাকে রাস্তায় ফেলে রাখা মানে আমাদের বিবেককেই রাস্তায় ফেলে রাখা।”
বর্তমানে ওই যুবকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং প্রশাসনের তত্ত্বাবধানে তাকে ময়মনসিংহের ধলা ত্রিশালের সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।
সোম বার, ০২ জুন ২০২৫ খ্রি