গত ২৯ মে ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নদী তীরবর্তী বেরিবাঁধ ভেঙে যায়। হঠাৎ করে জোয়ার ও ঝড়ো হাওয়ার তাণ্ডবে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং ঘরবাড়ি ভেঙে পড়ে, যার ফলে অসংখ্য পরিবার গৃহহীন হয়ে পড়ে এবং ব্যাপক ফসল ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে দ্রুত উদ্যোগ গ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দুর্যোগের তীব্রতা ও জনগণের দুরবস্থা বিবেচনা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম এর পক্ষ থেকে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। তাঁর তত্ত্বাবধানে দুর্গত এলাকায় অসহায় পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির বোতলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি অনেক পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে নগদ অর্থও প্রদান করা হয়, যাতে তারা অস্থায়ীভাবে বাসস্থানের ব্যবস্থা করতে পারে।
এই মানবিক সহায়তা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহীন, অধ্যক্ষ ফরিদ উদ্দিন মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক সাদেক মিয়া জান্টু, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, এবং স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সব সময় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, “মানুষের দুঃসময়ে রাজনীতি নয়, মানবিকতা সবচেয়ে বড়। বিএনপি সবসময়ই জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
ত্রাণ কার্যক্রমে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং দ্রুত সহযোগিতা পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।
বিএনপির পক্ষ থেকে ভবিষ্যতেও পর্যায়ক্রমে এই অঞ্চলে পুনর্বাসন সহায়তা ও তদারকির কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার জানানো হয়েছে।