রবিবার, ১৫ জুন ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম:

কালীগঞ্জে চামড়া সংরক্ষণে মাদ্রাসায় বিনামূল্যে লবণ বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: সাব্বির
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫১ Time View

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর দানকৃত চামড়া সংরক্ষণে কালীগঞ্জ উপজেলা প্রশাসন এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। উপজেলার বিভিন্ন মাদ্রাসায় বিনামূল্যে লবণ সরবরাহ করে চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করার মাধ্যমে এতিম ও দরিদ্রদের হক প্রতিষ্ঠায় সচেষ্ট হয়েছে প্রশাসন।
সরকারের যুগান্তকারী পদক্ষেপ:
দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সরকার ৩০ হাজার মেট্রিক টন লবণ বিনামূল্যে সরবরাহের উদ্যোগ নিয়েছে। এই লবণ দেশের বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। লবণ মিল মালিকদের কাছ থেকে এসব লবণ সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও, অনেক আড়তদার তাদের মৌসুমী ক্রেতাদের কাছে লবণ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছেন। কালীগঞ্জ উপজেলার চামড়া শিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা এবার গত মৌসুমের চেয়ে বেশি চামড়া আমদানি হওয়ার আশা করছেন।
কালীগঞ্জে ঈদকে ঘিরে প্রস্তুতি:
কোরবানির ঈদকে সামনে রেখে কালীগঞ্জের চামড়ার আড়তগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ধোয়া-মোছাসহ বিভিন্ন কাজে আড়তদার ও শ্রমিক-কর্মচারীরা ব্যস্ত সময় পার করছেন। অনেক ব্যবসায়ী ট্যানারি মালিকদের কাছ থেকে আগাম পুঁজি লাভের আশায় ঢাকায় গেছেন। তবে, এবারও লবণের দাম বাড়ার কারণে চামড়া সংরক্ষণে খরচ বেড়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন অনেকেই।
উপজেলা প্রশাসনের কঠোর প্রস্তুতি:
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিমা আফ্রাদ জানান, কালীগঞ্জে চামড়া মোকামে লবণের দাম স্থিতিশীল রাখা এবং চামড়া পাচার রোধে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও, উপজেলার মাদ্রাসাগুলোতে দান করা গরু ও খাসির চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে এবং চামড়া আনা-নেওয়ার সময় যানজটমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও বিসিক যৌথভাবে এই লবণ বিনামূল্যে সরবরাহ করবে। তিনি উল্লেখ করেন যে, সময়মতো লবণ না পাওয়ায় অনেক গরু, খাসি বা ছাগলের চামড়া ব্যবসায়ীদের কাছে বিক্রির আগেই নষ্ট হয়ে যায়।
আজ থেকে লবণ বিতরণ ও নিরাপত্তা জোরদার:
আজ মঙ্গলবার (৩ জুন, ২০২৫) কালীগঞ্জ উপজেলা চত্বর প্রাঙ্গণে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য মাদ্রাসাসমূহের মধ্যে লবণ বিতরণ শুরু হয়েছে। চামড়া বেচা-কেনা করতে আসা ব্যবসায়ীদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। ইতিমধ্যে ব্যবসায়ীসহ চামড়া শিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করা হয়েছে। এছাড়াও, চামড়া মোকাম পরিদর্শনসহ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবার তাপপ্রবাহ বেশি হওয়ায় কাঁচা চামড়া ক্রেতাদের দ্রুত লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা এবং ছায়ায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। চামড়া সংরক্ষণের জন্য লবণ সরবরাহ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনাকেই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin