গাজীপুর, ৪ জুন ২০২৫ – গত ৩০ মে অনুষ্ঠিত গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সেশনের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনকারী সবুজ প্যানেলের নবনির্বাচিত আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখা। গাজীপুর নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য এবং অবিভক্ত গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমীর, বর্ষীয়ান রাজনীতিক আবুল হাশেম খান। গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজন সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি আ. স. ম. ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হাশেম খান বলেন, “আইনজীবীরা দেশের বিচার ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। নতুন নেতৃত্বকে দায়িত্বশীলতার সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। আমাদের আশা, তাঁরা নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও ন্যায়বিচারের মানদণ্ডে নিজেদের অবস্থান সুদৃঢ় করবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মো. খায়রুল হাসান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর জামায়াতের নায়েবে আমীর হোসেন আলী, সহকারী সেক্রেটারি জেনারেল আফজাল হোসাইন ও আজহারুল ইসলাম, এবং অফিস সেক্রেটারি এএস নুরুল ইসলাম মামুন।
সংবর্ধনা অনুষ্ঠানে গাজীপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. শামসুল হক ভূঁইয়া, সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন আকবরী, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মাহাদি হাসান ও অ্যাডভোকেট আবদুর রহিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইনজীবী সমাজ ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত থেকে নির্বাচিতদের অভিনন্দন জানান এবং আগামী দিনে দায়িত্বশীল আইনজীবী সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৩০ মে গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সবুজ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করে কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে নেয়। নির্বাচনে জেলার শতাধিক প্রার্থী অংশ নিয়েছিলেন এবং মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৯৫০ জন।