রবিবার, ১৫ জুন ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম:

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্তে চোরাচালান রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে ———–লে. কর্ণেল নাহিদ হাসান

মোঃ আলমগীর  হোসেন, লংগদু (রাঙ্গামাটি)
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৪৩ Time View

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান রোধে নিরাপত্তা জোর দর করা হয়েছে বলে জানান রাজনগর জোন অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হাসান।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজনগর বিজিবি জোনের হলরুমে জোন অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হাসান পিএসসি এ সংবাদ সম্মেলনের মূল বক্তব্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলন জোন অধিনায়ক আরো বলেন কুরবানীর ঈদ কে কেন্দ্র করে গরু চোরাচালান এবং চামড়া পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ কুরবানির পশু দেশেই মজুদ রয়েছে। দেশীয় খামারিরা যেন
ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই পথে যাতে গরু মহিষ দেশে ঢুকতে না পারে, সেজন্য বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে। একইভাবে ঈদের পর কুরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে, সেজন্যও সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি।
এছাড়া ঈদের দীর্ঘ ছুটিতে  দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সেজন্য বিজিবি সদস্যরা তারা তাদের ছুটির চিন্তা না করে, সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামায়াত ইত্যাদির নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট ও তৎপর আছে এবং থাকবে।
সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে পুশইন প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশইন করায় বিজিবি নিয়মিত ভাবে বিএসএফের
সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানাচ্ছে।
#
মোঃ আলমগীর হোসেন
লংগদু উপজেলা
০১৮২৬৩৫৬২৯২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin