পবিত্র ঈদুল আযহার উপলক্ষে বোচাগঞ্জ উপজেলা ৬নং রণগাও ইউনিয়ন বাসিকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকার প্রতিনিধি মোঃ আসাদ আলী। তিনি বোচাগঞ্জ উপজেলার ৬ নং রণগাও ইউনিয়ন সর্বস্তরের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন। তিনি বলেন কুরআন মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আযহা এদুটি ঈদি আনন্দের দিন।এই দুই ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পয়ের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদ আমাদের ব্যক্তিগত সামাজিক ঐক্য বন্ধন শক্তিশালী করে। তাই এদিন সকল কালেমা আর কুলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো। ঈদুল আযহা উপলক্ষে আমি বোচাগঞ্জ উপজেলা ৬ নং রণগাও ইউনিয়ন ও দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আযহা উদ্যাপন করার ও ঈদুল আযহার শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন এবং সকলকে যেন মহান আল্লাহ হেফাজত রাখেন। ঈদু উল আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ শান্তি সমৃদ্ধি। সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন। মহান আল্লাহ তা’আলা দরবারে এ প্রার্থনা। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, কামনা করছি।
ঈদ মোবারক।