রবিবার, ১৫ জুন ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:

রাণীশংকৈলে অটো বাইক সোসাইটির কার্যালয় লুট করে নিয়ে গেল রাজ৮৮ নেতারা।

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৩৮ Time View

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি শাখা হয়,এতে সাধারণ সম্পাদক পদে দায়ত পালন করে আসছে নুরুজ্জামান ২০১৭ সালে এই সংগঠনটি ঢাকা বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিয়ে আসে এখন ২০২৫ সাল চলো মান এখন পর্যন্ত সংগঠনের কোন কার্যক্রম করতে দেয়নি। রাণীশংকৈল উপজেলা শাখার রাজ- ৮৮ নামক এই সংগঠনটির কিছু লোকজন ও আওয়ামীলীগের দোসরা।
অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রানীশংকৈল শাখার প্রতিষ্ঠাতা
সাধারণ সম্পাদক পদে আছে নুরুজ্জামানকে মৃত ঘোষণা করে তারা মিথ্যা বলে এই সংগঠনটির নবায়ন করে নিয়ে আসে এই নবায়ন দিয়ে তারা বিগত আওয়ামীলীগের শাসন আমলে- ৯ বছর অটো চালকদের পর চাঁদাবাজি মারপিট অত্যাচার জুলুম করে আসছে রাজ-৮৮ কিছু লোকজনেরা
১-৩-২০২৩ ইং সম্পাদক নুরুজ্জামানের উপরে হামলা করে হামলায় মাথায় ও শরীরে চাক্কু রোড দিয়ে এলোপাতাড়ি ভাবে নুরুজ্জামানকে আঘাত করে মাথায় ইনজুরি চাক্কু দিয়ে পিছনে আঘাত করে মেরে ফেলার মত তাৎক্ষণিক ভাবে নুরুজ্জামানকে মেডিকেল হাসপাতালে নেওয়া হয় ৭-৩-২০২৩ ইং তারিখ পর্যন্ত নুরুজ্জামান মেডিকেলে হাসপাতালে ছিলেন।

৫ আগষ্টের পর দেশে শুশাসন চলছে ধিরে ধিরে সবার সহযোগীতায় সংগঠনটি আবার সদস্য সংগ্রহ করা চলকালিন নুরুজ্জামানকে রাজ- ৮৮ লোকজন বিভিন্ন ধরনের হুমকি ধুমকি প্রদান করে।
ইতিমধ্য ১-৬-২০২৫ ইং রোজ রবিবার তারিখে -৩ ,৩০মিনিটে রাণীশংকৈল থানা একটি অভিযোগ দেয় রাজ ৮৮। ওসি এরশাদুল হকে ওসি রানীশংকৈল অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সাধারণ সম্পাদক নুরুজ্জামানের কাছে ফোন করে ফোনে ওসি বলে আপনি কি চাঁদা উঠাচ্ছেন সাধারণ সম্পাদক বলল না আমরা চাঁদা উঠাচ্ছি না আমরা সদস্য সংগ্রহ করতেছি।
তারপরে ওসি বলল আপনি আমার সঙ্গে দেখা করেন।
তাৎক্ষণিকভাবে দুপুরে খাওয়ার জন্য নুরুজ্জামান সহ সংগঠনের সকল সদস্য বাসায় গেলে এরই মধ্যে বিকাল ৪ ঘটিকার সময় রাজ -৮৮ লোকজন এসে রানীশংকৈল অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি কার্যালয়ের জিনিসপত্র টাকা-পয়সা টেবিল চেয়ার ব্যানার সাইনবোর্ড শাখা অফিস ভাঙচুর সব লুটপাট করে রাজ-৮৮ লোকজন নিয়ে চলে গেছে। ছিনতাইকারীরা হলেন:
রাণীশংকৈল উপজেলা শাখার রাজ-৮৮
তালিকা- ১ আব্দুল মালেক, বিএনপি শ্রমিক দলের সভাপতি -২ আবুল কালাম আজাদ, শ্রমিক লীগের সভাপতি এবং রাজ-৮৮ সভাপতি পিতা চেরচেরু- ৩ মোঃ সামসুল হক সভাপতি -৮৮
-৪ মোঃ মাসুদ রানা, পিতা মোশাররফ হোসেন,- ৫ মোঃ জাফর আলী, শ্রমিক লীগ সমন্বয় সহ-সভাপতি- ৬ মোঃ হযরত আলী, -৭ মোঃ জামিরুল ইসলাম,-৮ মোঃ জাফর আলী,পিতা আব্দুল কাসেম ভান্ডারা-৯ মোঃ মিজান আলী পিতা আব্দুর রহমান, সহোদর-১০ মোঃ রফিকুল ইসলাম, শান্তিপুর বাঁশবাড়ি -১১ আব্দুল মমিন পিতা ডেকিয়া মোহাম্মদ সাং খঞ্জনা
-১২ মোঃ আব্দুল মান্নান শ্রমিক লীগ নেতা
-১৩ মোঃ আনসার আলী,সভাপতি শ্রমিক লীগ -১৪ মোঃ আলমগীর রাজ-৮৮। – ১৫ মোঃ গোলাম রব্বানী, ওরফে চেমু সভাপতি পৌর শ্রমিক দল- ১৬ শ্রী সুজন পিতা ভ্যালু শাহা
-১৭ মোঃ নাসিরুল ইসলাম, শ্রমিক লীগ -১৮ মোঃ আদিল সাং মহল-১৯ মো আব্দুল কাশেম, সাং সহোদর
বাড়ি আরো ২০ থেকে ৩০ জন ভাড়াটিয়া সন্ত্রাস বাহিনী নিয়ে আসে।

এ ব্যাপারে রাণীশংকৈল থানায় ১-৬ ২০২৫ ইং তারিখ অভিযোগ দেওয়া হয়েছে এখন পর্যন্ত কোন তদন্ত হয়নি,পুরাতন প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শিল্পী, সাধারণ সম্পাদক শাওন, ঘটনাস্থলে দেখে গেছেন, অটো বাইক সোসাইটির সদস্যরা বলেন তদন্ত না করেই আজকে-৫-৬-২০২৫ ইং থানায় ডাকে।
রাণীশংকৈল থানার ওসি বলেন তোমরা থানায় আসো, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বলেন তদন্ত ছাড়া আমরা থানায় যাব না আপনি আগে তদন্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin