রবিবার, ১৫ জুন ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:

ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের দুই কর্মচারী অপহরণ উদ্ধারে তৎপর প্রশাসন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১১০ Time View

ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের কর্ণফুলী চা বাগান এলাকায় মোবাইল অপারেটর রবির টাওয়ার থেকে দুই কর্মচারীকে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন—সার্ভস কমিউনিকেশন লিমিটেডের টেকনিশিয়ান সুমন ইসলাম (কুমিল্লা মেঘনা থানার বারহাজারী এলাকার কাসেম আলীর পুত্র) এবং ড্রাইভার আবদুর রহিম রুবেল (খাগড়াছড়ির রামগড় পৌরসভার শশ্মান টিলা এলাকার মৃত মোহাম্মদ নুরুল আমিনের পুত্র)।

স্থানীয় সূত্র জানায়, টাওয়ারে কাজ করার সময় ১০০ মিটার দূর থেকে এক ব্যক্তিকে ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। অপরজন সহযোগিতা করতে এগিয়ে গেলে তিনটি মোটরসাইকেলে করে উভয়কে অপহরণ করা হয়।

সার্ভস কমিউনিকেশন লিমিটেডের সোলার এক্সপার্ট মোহাম্মদ ইয়ানুর বলেন, “আমাদের সহকর্মীরা অপহৃত হওয়ায় আমরা খুবই উদ্বিগ্ন। দ্রুত উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”

লেলাং ইউপি প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন বলেন, “ঘটনাটি উদ্বেগজনক। আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।”

ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ জানান, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপহৃতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin