পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। পথশিশু ও ছিন্নমূল জনগোষ্ঠীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানীতে আয়োজিত হয় বিশেষ ঈদ অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি’র প্রশাসক জনাব মোহাম্মদ এজাজ। তিনি বলেন, “সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদের আনন্দ। বিশেষ করে অবহেলিত পথশিশু ও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটানো আমাদের সবার দায়িত্ব।”
ডিএনসিসি’র এ উদ্যোগে অংশ নিয়ে শতাধিক পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষ ঈদের নতুন পোশাক, খাবার এবং বিনোদন উপভোগ করেন। অনুষ্ঠানস্থলে শিশুদের জন্য আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার, যাতে তারা ঈদের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি’র কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমাজসেবা সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই উদ্যোগের মাধ্যমে ডিএনসিসি আবারও প্রমাণ করলো যে, শহরের উন্নয়ন শুধু অবকাঠামোগত নয়—সামাজিক দায়বদ্ধতাও এর একটি গুরুত্বপূর্ণ অংশ।