রবিবার, ১৫ জুন ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:

লামায় ইয়াবা সেবনের দায়ে দপ্তরে’সহ ৩ যুবক’কে কারাদণ্ড

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১০৩ Time View

পার্বত্য জেলা বান্দরবানের লামায় ইয়াবা সেবন ও জনবিরক্তিকর আচরণের দায়ে হায়দারনাশী এলাকার শাহাবুদ্দিন ছেলে মোহাম্মদ আরফাত ও মৌলভীকাটা এলাকার বশির আহমদ ছেলে মোহাম্মদ ফারুক,পশ্চিম হায়দারনাশী আব্দুল মন্নান ছেলে আব্দুল আল মামুন তিন যুবক’কে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (০৭জুন ২৫) দুপুরে উপজেলা ফাঁসিয়াখালী এলাকায় নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেন। স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, ফাঁসিয়াখালী রিপুজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে মাদক ও দেশীয় অস্ত্র সহ আটক করি স্থানীয় জনতা।পরে লামা থানা পুলিশ’কে খবর দিলে তাদের’কে আটক করে নিয়ে যায়। তারা আরও বলেন, মাদক কারবারীরা বিদ্যালয়ের দপ্তরী আব্দুল আল মামুন থেকে মাদকগুলো সংগ্রহ করতেন। দীর্ঘ অর্ধযুগ ধরে উক্ত স্কুল ছুটির পরে রাতে মাদক কেনাবেচা ও সেবনের অভয়ারণ্যে পরিনত হতো।

ভ্রাম্যমাণ আদালত শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন দৈনিক আজাদী’কে বলেন, আটক যুবকদের’কে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। তারা দোষ স্বীকার করায় একজন’কে ১০ দিনের এবং অপর দুইজন’কে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনশৃংখলা বজায় রেখে মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদক কেবল একটি পরিবার না পুরো সমাজের জন্য ক্ষতিকর। মাদকসেবী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতার জন্য তিনি সকলকে অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin