মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

বোয়ালমারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সরকারের উন্নয়ন তুলে ধরলেন আব্দুল্লাহ আল মামুন

মুকুল বসু, বোয়ালমারী প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আ’লীগ সরকারের উন্নয়ন তুলে ধরলেন ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আ’লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন। এ সময় মামুন তার বক্তব্যে বলেন, আমার পিতা আব্দুর রউফ মাস্টার সাবেক এমপি ছিলেন, তিনি নিজেও একজন শিক্ষক ছিলেন। যেহেতু আমার পিতা একজন শিক্ষক ছিলেন আমি আপনাদের শিক্ষক পরিবারের সন্তান। আমাকে আপানাদের ছায়াতলে রাখবেন, আমাকে আপনাদের পাশে রেখে সমাজের ও দেশের উন্নয়নমূক কাজ করার সুযোগ করে দিবেন। আমি আপনাদের বিপদে আপদে সব সময় পাশে
থেকে কাজ করে যাবো। আ’লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মততাময়ী জননেত্রী শেখ হাসিনা এদেশে যে উন্নয়ন করেছেন তা কোন সরকারই এতো উন্নয়ন করতে
পারেনি। আসছে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই মিলে এক জোট হয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে আ’লীগ সরকারকে বিপুল ভোটের মাধ্যমে জয়ী করে ক্ষমতায় আনবেন। তিনি আরো বলেন, আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। বোয়ালমারী কাজী হারুন শপিং কমপ্লেক্সে ৬ তলায় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ত্রি-বার্ষিক সম্মেলনে বোয়ালমারীা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি (বিটিএ) মো. আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় শিক্ষক সমিতির সহ-সভাপতি (বিটিএ) আযাদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন, বৃহত্তর ফরিদপুরের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: সিদ্দিকুর রহমান। উদ্বোধক ছিলেন, ফরিদপুর শিক্ষক সমিতির সভাপতি মো. ইস্রাফিল মোল্যা। প্রধান বক্তা ছিলেন, শিক্ষক সমিতির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম। সম্মানিত অতিথবৃন্দ ছিলেন, ফরিদপুর সদর উপজেলা শাখার সভাপতি এ.কে.এম ইউছুব আলী মোল্যা, সদস্য সেলিনা পারভীন, সালথা উপজেলা শাখার সভাপতি খায়রুল আলম এনায়েত, মধুখালী উপজেলার সভাপতি মো. মুনছুর, আলফাডাঙ্গা উপজেলার সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহ মো. শাহজাহান, মধুখালী উপজেলার সাধারণ সম্পাদক কবিরুল আলম, আলফাডাঙ্গা উপজেলার সাধারণ সম্পাদক আইয়ুব আলী মৃধা। শিক্ষকরা বক্তব্য দেওয়ার সময় সাবেক এমপি আব্দুর রউফ মাস্টারকে স্মরণ করে কেঁদে ফেলেন। তারা তাদের বক্তব্যে বলেন, রউফ স্যারের মতো মানুষ আমরা আর পেলাম না। রউফ স্যারের সাথে শিক্ষকরা এমন ভাবে মিশতেন তা বলে শেষ করা যাবে না। তারই সুযোগ্য সন্তান আব্দুল্লাহ আল মামুন ফরিদপুর – ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মহান আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বোয়ালমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৃধা আবুল হাশেম সিদ্দিকী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin