সোমবার, ১৩ মে ২০২৪, ১০:২১ অপরাহ্ন

উখিয়ায় সাংবাদিক জসিম আজাদ অপহৃত: ২ ঘন্টা পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার

উখিয়া উপজেলা(কক্সবাজার) সংবাদদাতা
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩০৪ Time View

উখিয়ায় কর্মরত দৈনিক ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও অনলাইন প্রেসক্লাব উখিয়ার সাধারণ সম্পাদক জসিম আজাদকে অপহরের পর মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১৫ এর আভিযানিক দল।
মঙ্গলবার (১০-অক্টোবর) রাত ১০ টার দিকে র‍্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার হাফিজের নেতৃত্বে একটি চৌকস টিম উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়ার বিল এলাকার ধান ক্ষেত থেকে তাকে উদ্ধার করে।
এর আগে রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের উপজেলা হাসপাতাল গেইট সংলগ্ন এলাকা থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
অপহরণের বিষয়টি নিশ্চিত করে অনলাইন প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক শফিক আজাদ ফেসবুকে একটি টি স্ট্যাটাস দেন। পরে তিনি জানান, ‘উখিয়া সদরে অবস্থিত অনলাইন প্রেস ক্লাবে সহকর্মীর জন্মদিনে কেক কাটা উৎসবে অংশগ্রহণ করেন জসিম আজাদ । অনুষ্ঠান শেষে মোটর সাইকেল যোগে কোট বাজার ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা’।
এদিকে অপহরণের বিষয়টি জানাজানি হলে উখিয়া থানা পুলিশ ও র‍্যাব-১৫ সদস্যরা সাংবাদিক জসিম আজাদ কে উদ্ধারে অভিযান শুরু করে।র‍্যাব-১৫ সহকারী পুলিশ সুপার হাফিজ জানান, মোবাইল ট্রাকিং এর মাধ্যমে আমরা নিশ্চিত হই ভিক্টিম জসিম আজাদ রাজাপালং হাসপাতালের আশে পাশের যে কোন স্থানে তার মোবাইল সুইচ অফ হয়।সেই তথ্যের ভিত্তিতে আমরা ঐ এলাকাকে টার্গেট করে অভিযানে নামি। পরে রাজাপালং ইউনিয়নের কাশিয়ারবিল নামক স্থানে ধানক্ষেত থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উখিয়া সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। র‍্যাবের অভিযানের খবর জানার পরেই দুর্বৃত্তরা সাংবাদিক জসিম আজাদকে ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায়’।
এদিকে অপহৃতের সহকর্মী সাধারণ সংবাদকর্মীরা জানান, ‘ জসিম আজাদকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল। তার শরীরের নানা স্থানে মারাত্মক জখম রয়েছে। সহকর্মীরা আরো জানান উদ্ধারের সময় সেলিম নামের এক সন্ত্রাসী অপহরণকারীকে তিনি চিনতে পেরেছে বলে জানান’।মুমূর্ষ অবস্থায় উদ্ধার উখিয়া অন লাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জসিম আজাদ কে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin