সোমবার, ২০ মে ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

গাইবান্ধা সাদুল্লাপুরে উপজেলা কৃষি অফিসের ভবন উদ্বোধন ও বিনামূল্যে সার ও বীজ বিতরণ

শেখ নাসির আহমেদ, গাইবান্ধা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২০০ Time View

গাইবান্ধা সাদুল্লাপুরে উপজেলা কৃষি অফিসের ভবন উদ্বোধন ও ফসলের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা ও সরিষাসহ বিভিন্ন জাতের বীজও সার বিতরণ করা হয়েছে।

১১ অক্টোবর বুধবার বিকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: কাওছার হাবীব এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাদুল্লাপুর-পরাশবাড়ী আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি (এমপি)।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহাবুবুল আলম বসুনিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: মতিউল আলম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্যাহেল কবির ফারুক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: আব্দুর রব সরকার প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, সকল ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে মোট ৫০ জন কৃষকের মাঝে সরিষার বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়। এবং পর্যায়ক্রমে উপজেলার ৩ হাজার কৃষকের মাঝে এই প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin