সোমবার, ১৩ মে ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

জঙ্গিমুক্ত মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশ পরিচিত: রাজশাহীতে আইজিপি।

মোঃ শিবলী সাদিক রাজশাহীর ব্যুরো।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৫০ Time View

পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ আজ সকল প্রতিবন্ধকতাকে জয় করে একটি স্থিতিশীল, জঙ্গিমুক্ত, মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে সুপরিচিত।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৯তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচ ২০২১-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পুলিশের নবীন সদস্যদের সতর্ক করে দিয়ে আইজিপি বলেন, তোমরা হবে স্ব-স্ব দায়িত্ব পালনে আপসহীন, মার্জিত ও সৃজনমনস্ক, কর্মক্ষেত্রে নিরপরাধ। বিপন্ন ও বিপদগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার বলিষ্ঠ হাত বাড়িয়ে দিতে তোমরা হবে অকুণ্ঠ ও অকুতোভয়।

এর আগে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন আইজিপি। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। প্যারেডে মোট ৭৬১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৫১ জন নারী এসআই ক্যাডেট রয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ একাডেমির প্রিন্সিপাল মীর রেজাউল আলম এবং আইজিপি পত্নী ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীসহ পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin