শুক্রবার, ১০ মে ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে ৯ উপজেলায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

এম আবু হেনা সাগর,ঈদগাঁও (কক্সবাজার
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২২৮ Time View

২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ কক্সবাজার জেলা শহরসহ ৯ উপজেলায় শান্তি সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। এদিন পুরো জেলার রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে জানান জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক। সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপির সৃষ্ট অশান্তির বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হচ্ছে উল্লেখ করে নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি যতক্ষণ আন্দোলন করবে, ততক্ষণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ অব্যাহত থাকবে। এভাবেই আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে। প্রতিদিনই দলটির কর্মসূচি আছে। তবে বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোন কর্মসূচি হবেনা বলে জানান তারা।

সভায় বিএনপির ঘরে গণতন্ত্র জিম্মি রেখে তারা কি করে দেশে গণতন্ত্র চায় এমন প্রশ্ন ছুড়ে দিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি ষড়যন্ত্রমূলক পথে হাঁটছে সরকার হটাতে। তা হলে আমরা কেন কর্মসূচি বাদ দিয়ে মাঠ খালি রাখব? তারা খালি মাঠে কতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে তা সবাই জানে। ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বোঝে না বলে মন্তব্য করেন সরকারি দলের নেতারা।

সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, সাংসদ আশেক উল্লাহ রফিক, এড. রনজিত দাশ, এড. আব্বাছ উদ্দিন চৌধূরী, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহামদ বাহাদুর, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি একে এম আজিজুল হক চৌধুরী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, পৌর যুবলীগের সভাপতি ডালিম বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান প্রমুখ।

এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা এড.তাপস রক্ষিত, খালেদ মাহমুদ মিথুন, কাজী মোস্তাক আহামদ শামীম, কাউন্সিলর এম.এ মনজুর, এটি এম জিয়া উদ্দিন জিয়া, জিএম আবুল কাশেম, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, মিজানুর রহমান ইকরা, জেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন (সাবেকচেয়ারম্যান), সুরাজপুর মানিকপুত ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক আজিম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মহীদুল্লাহ, ফরহাদ ইকবাল, অধ্যাপক রোমেনা আকতার, আশরাফ উদ্দিন, মির্জা ওবাইদ রুমেল, আহসান সুমন, মিজানুর রহমান হেলাল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী এনামুল হক, সেলিম নেওয়াজ, এবি ছিদ্দিক খোকন, জেলা শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম কালু, জেলা মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক দুলাল কান্তি দাস, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তছলিমা আকতার রুমানা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহেদ মোঃ এমরান, সাংগঠনিক সম্পাদক এহছানুল হক, মহেশখালী যুবলীগের সাধারণ সম্পাদক সাজেদুল করিমসহ আওয়ামী লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin