মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

লামায় যুব মহিলা লীগ’কে সুসংগঠিত করতে মাঠে ঘুরে বেড়াচ্ছে সভাপতি মিল্কী রাণী দাশ

ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ Time View

পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ে তরুণ যুব মহিলা লীগ নেতাকর্মীদের’কে সুসংগঠিত করার লক্ষ্যে ও ইউনিয়ন যুব মহিলা লীগ সাথে মতবিনিময় সভা ও পূর্ণাঙ্গ কমিটিও অনুমোদন দেন উপজেলা যুব মহিলা আওয়ামিলীগ। ফাইতং ইউনিয়ন যুব মহিলা আওয়ামী লীগের আয়োজনে (০১ নভেম্বর’২৩) বুধবার বিকাল ৩টার ফাইতং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি মিল্কী রাণী দাশ, বিশেষ অতিথি হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামলী বিশ্বাস, ইউপি চেয়ারম্যান,আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সহ-সভাপতি শহিদুল্লাহ মিন্টু,সহসভাপতি মাহমুদুর রহমান শুক্কুর, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ, উপজেলা যুব মহিলা লীগ সহসভাপতি দেবী দাশ, সাধারণ সম্পাদক ফারজানা ইয়াছমিন ববি, লামা পৌর যুব মহিলা লীগ সভাপতি মহিমা আকতার কৃষক লীগের সভাপতি মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর) ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দীন কোম্পানি সহধর্মিণী শাহিন আক্তার, যুবলীগ সভাপতি বাবু থোয়াই সানু মার্মা,ছাত্রলীগের সহসভাপতি ইসমাইলুল করিম সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুব-মহিলা আওয়ামীলীগ সহ প্রমূখ। মতবিনিময় সভায় যুব মহিলা আওয়ামিলীগ সভাপতি রেজিয়ারা বেগম সভাপতিত্বে সভা সমাপ্ত হয়।

প্রধান অতিথি মিল্কী রাণী দাশ বলেন, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় দেশের ক্রান্তিলগ্নে রুখে দাঁড়িয়েছিল যুব মহিলা আওয়ামী লীগ। সংগ্রামের মধ্য দিয়ে যুব মহিলা আওয়ামী লীগের জন্ম। নারীদের অধিকার প্রতিষ্ঠা ও সুসংগঠিত করার জন্যই গড়ে তোলা হয় যুব মহিলা লীগ। আজ নারীদের সম্মান পাওয়ার ক্ষেত্রে তার সুযোগ করে দিয়েছে শেখ হাসিনার সরকারই। নারীরা আজ রাষ্ট্র পরিচালনা করছেন, জনগণের প্রতিনিধিত্ব করছেন। বিশ্ব শান্তি রক্ষায় নারী, সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিরোধীদলের নেত্রী নারী, স্পিকারসহ বিভিন্ন জায়গায় নারীরাও নেতৃত্ব দিচ্ছেন। নারীর উন্নয়ন মানে পুরুষরা পিছিয়ে পড়া নয়। তা সমাজের সবার উন্নয়ন। নারী শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্র সুযোগ করে দিতে হবে। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নারীরা নেই। ইসলামের নাম ব্যবহার করে কিছু লোক নারী অগ্রযাত্রায় বাধা দিচ্ছে। অথচ ইসলাম নারীদের সর্বোচ্চ অধিকার দিয়েছে।

বিশেষ অতিথি ফাতেমা পারুল বলেন, দেশে আর কেউ গৃহহীন থাকবে না। সরকার এজন্য কাজ করছে। যারা ২০০১থেকে ২০০৫সালে দেশকে অস্থিতিশীল করেছে। ২০০৪ সালে গ্রেনেড মেরে ২৪ জন মানুষ হত্যা করেছে। তারাই হলো দেশের চিহ্নিত বিএনপি-জামায়াত। তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। ৫০০ বিদ্যালয় পুড়িয়েছে। এদের আর মানুষ ক্ষমতায় দেখতে চায় না। তাই আগামী নির্বাচনে ও নেতা নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়’কে নৌকায় বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin