বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়িতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক নাইক্ষ্যংছড়ি
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২০৬ Time View

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কেজি স্কুল গেইট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এসময়ে অনেকে গুরুত্বর আহত হয়েছে।
রবিবার (৫নভেম্বর ) রাত সাড়ে ১১ টার সমযে এ অগ্নিকাণ্ডে এসব দোকান পুড়ে গেছে। অন্যদিকে এ অগ্নিকাণ্ডে নগদ টাকা মালামালসহ প্রায় ১কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
বাজারের ব্যবসায়ীরা জানান,মার্কেটে একটি দোকানে টমটম গাড়ি চার্জ দেওয়ার অবস্হায় শর্ট সার্কিট হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
মূহুর্তেই আগুনের লেলিখান শিখায় আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
তৎক্ষনাৎ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করেন। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস এর দমকল কর্মীরা রাত সাড়ে ১২টার দিকে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। রাত ১২টার সময়ে নাইক্ষ্যংছড়ি থানা’র পুলিশ অফিসার সৌরভ বুড়ুয়া এর নেতৃত্বে পুলিশের একটি টিম ও স্থানীয় জনতার সহায়তায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে মার্কেটের ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা ও নাইক্ষ্যংছড়ি থানা’র নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin