মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন

বাঙ্গালহালিয়াতে সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৮তম বর্ষপুতি উদযাপন।

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২০০ Time View

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার (২২ নভেম্বর)রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে বাঙ্গালহালিয়া এজেন্ট ব্যাংকিং শাখায় ব্যাংকের বর্ষপূর্তি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
শাহেদ হোসেনের সঞ্চালনায় বাঙ্গালহালিয়া আউটলেট শাখার ব্যবস্থাপনা পরিচালক অলি আহমেদ এবং বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ শামসুল আলম এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ঞোমং মারমা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা লিচুবাগান ইংলিশ মিডিয়াম কেজি স্কুলের প্রিন্সিপাল মোঃ সলোমান, রাজস্থলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার,বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আব্দুর রহমান,ইউপি সদস্য শিমুল দাস,ব্যাংক ম্যানেজার নাঈম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বিকাশ বিশ্বাস এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আউটলেট শাখার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অলি আহমদ বলেন ব্যাংকের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন এবং ব্যাংকটির অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকল কর্মকর্তার প্রতি কঠোর পরিশ্রম ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের সকল কর্মকর্তা ও অতিথিদের নিয়ে কেক কাটেন। 
প্রসঙ্গত: ১৯৯৫ সালের ২২ নভেম্বর সোশ্যাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়।বর্তমানে বাংলাদেশে এই ব্যাংকের১৭৯টি শাখা, ২১৩টি উপশাখা, ৩৭৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ২১১টি এটিএম বুথ ও ৪১ টি কালেকশন বুথ রয়েছে। বাঙ্গালহালিয়া বাজারে ২০২৩ সালের ২০ মার্চ বাঙ্গালহালিয়া সোশ্যাল ইসলামী ব্যাংক যাত্রা শুরু করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin