বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

লামায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন

ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

পার্বত্য জেলা বান্দরবানের লামায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, আমার পরিবারকে দূর্নীতিমুক্ত করি, সবাই দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হই- এরকম নানা স্লোগানে ও কর্মসূচিতে লামায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় লামা উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে প্রথমে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গনে সবার অংশগ্রহনে জাতীয় সংগীত, মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হাতে দূর্নীতিবিরোধী বিভিন্ন ব্যানার, প্লে কার্ড,স্টোন সমন্বিত সচেতনতামূলক প্রচারপত্র প্রদর্শন করা হয়। পরে লামা উপজেলা পরিষদ হলরুমে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস.এম.রাহাদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, বিশেষ অতিথি হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল, এনজেট একতা মহিলার পরিচালক আনোয়ারা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মনিরুল ইসলাম, লামা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম ইমতিয়াজ, সম্পাদক ও লামারমূখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর, লামা কোর্ট মসজিদের খতিব মাওলানা আজিজুল হক,বান্দরবান জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, লামা উপজেলা মহিলা আ.লীগের সম্পাদক শ্যামলী বিশ্বাসসহ সরকারি -বেসরকারি দপ্তরের প্রতিনিধি, কাউন্সিলর, শিক্ষক-শিক্ষার্থী, রেড ক্রিসেট সোসাইটি ও সাংবাদিক সহ প্রমূখ।

বক্তারা বলেন,বিভিন্ন বিষয়ে অবদানের কথা তুলে ধরেন এবং এরঁ নীতি অনুসরণ করে পথ চলার আহ্বান জানান।
অন্যদিকে দুর্নীতিকে মন থেকে মুছে ফেলার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin