বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী মেহেদী সহ ২ জনকে গ্রেফতার

এনামুল হক ছোটন,
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View

এনামুল হক ছোটনঃ

শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান (৩২) এবং সহযোগি আসামী মোঃ ইসাহাক আলী (৩৪) ও মোছাঃ রশিদা আক্তার (৩৮) দেরকে ১০৪ (একশত চার) গ্রাম হেরোইন ও একটি মটর সাইকেল এবং ০৫ টি মোবাইল ফোন সহ ০৩ জন আসামী গ্রেফতার।
জানা যায়, মোঃ মেহেদী হাসান (৩২) দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। সে শীর্ষ ও দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী। গোপন সোর্সের মাধ্যমে তার তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আসে। গোপন তথ্য যাঁচাই বাছাই করে নিশ্চিত হই যে, সে আন্ত:জেলা মাদক চক্রের একজন সদস্য ও পাইকারী হেরোইন ব্যবসায়ী এবং সে সীমান্তবর্তী জেলা চাপাইনবাবগঞ্জ হতে হেরোইন এনে ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে। গত ০৪/১২/২০২৩ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কর্যালয় ময়মনসিংহ এর একটি টিম উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম এর নেতৃত্বে ত্রিশাল থানাধীন ১১ নং মোক্ষপুর ইউনিয়নের মোক্ষপুর নামাপাড়া গ্রামে আসামী মোছাঃ রশিদা আক্তার (৩৮) এর বসত ঘরে অভিযান পরিচালনা করে ১০৪ (একশত চার) গ্রাম হেরোইন, একটি মটর সাইকেল এবং ০৫ টি মোবাইল ফোন সহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ইতোপূর্বে ০১ নং আসামী মোঃ মেহেদী হাসান (৩২) এর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় (মামলা নং ৮১ (৮)২৩ ইং) ০১ (এক) কেজি হেরোইন ও ঢাকা মেট্রো গ-৩৫-২২১৪ নম্বর প্লেট বিশিষ্ট সিলবার কালারের AXIO নামীয় ০১ টি প্রাইভেটকার সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ “ক” সার্কেলে গ্রেফতার হয়েছিল।

আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে আরো গুরুত্বপূর্ন তথ্য পাওয়া যাবে।

আসামীর বিরুদ্ধে উপ পরিদর্শক মোর্শেদ আলম, বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এবং অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin