সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের ২য় বর্ষপূর্তি উদযাপন

হোসেন সুমন:
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮০১ Time View

কক্সবাজার জেলার সর্বপ্রথম পেশাদার সাংবাদিকদের সংগঠন সদর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আরিফুল্লাহ নূরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদারের সঞ্চালনায় ২৩ ডিসেম্বর সদর উপজেলা পরিষদের এডভোকেট শাহাবুদ্দিন আহমদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উদ্ভোদক ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী এস এম নুরুল হক বীর প্রতীক।

সদর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শায়েক আহমদের পুত্র হাফেজ শাফী হাবিবের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফরিদুল আলম শাহীন, জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল, সিটি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কক্সবাজার একাত্তরের সম্পাদক রুহুল আমিন সিকদার, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি, কক্সবাজার শহর কৃষকলীগের সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম মিন্টু, ঝিলংজা ইউনিয়ন পরিষদের সদস্য নাছির উদ্দিন, সদর উপজেলা আনসার কর্মকর্তা মোস্তফা গাজী।

অনুষ্ঠান সদর উপজেলা প্রেসক্লাব থেকে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দু শুক্কুর, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, রাসেল উদ্দিন, শায়েক আহমদ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম রাশেদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুল হক, দপ্তর সম্পাদক মোস্তফা জামান চৌধুরী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবছার কামাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নোমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হান উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হোসেন সুমন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোঃ সায়েদ, কার্যকরী সদস্য সাহাব উদ্দিন সিকদার, মঈন উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ ও জাতি গঠনে অপরিসীম ভূমিকা পালন করে একমাত্র সমাজের দর্পণ সাংবাদিকগণ। নীতি নৈতিকতায় অটুট থেকে পেশাদারিত্বকে সমুন্নত রেখে দেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন সম্ভব।

বক্তারা আরো বলেন, প্রচন্ড বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সাথে দক্ষ নেতৃত্বে সদর উপজেলা প্রেসক্লাব পরিচালিত হচ্ছে। বিশেষকরে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত পেশাদারিত্ব বজায় রেখে সুনিপুণ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সদর উপজেলা প্রেসক্লাব।

সভায় সদর উপজেলা প্রেসক্লাবের নবীন সদস্য হিসেবে অসামান্য অবদানে বিশেষ সম্মাননা পেয়েছেন সাংবাদিক সাহাব উদ্দিন সিকদার, প্রেসক্লাব পরিচালনায় বিশেষ অবদানে সম্মাননা পেলেন সাংবাদিক আবছার কামাল, শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক শায়েক আহমদ, পর্যটন শিল্পের উন্নয়নে অসামান্য অবদান রাখায় বিশেষ সম্মাননা পেলেন দৈনিক সাগর দেশ পত্রিকার সম্পাদক রাসেল উদ্দিন।

অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথিদের সদর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin